বিশ্বকবি ড.আল্লামা মুহম্মদ ইকবাল(রহ.)এঁর একটি কবিতা-"যার খোঁজে"

                    যার খোঁজে
                   ব্যারিস্টার দার্শনিক বিশ্বকবি ডক্টর আল্লামা মুহম্মদ ইকবাল
                 
অনুবাদ-সৈয়দ শামসুল হক

  যার খোঁজে আমি আকাশ পাতাল এতকাল চষে ফিরেছি ,

সে যে বসে আছে আমারই ভেতর আমি কি কখনো ভেবেছি
এই বোকামির খবর যদিবা রটে যায় পৃথিবীতে–
তাইতো কাবার চৌকাঠে পড়ে লজ্জায় মুখ ঢেকেছি ।
কখনো কি তুমি নিজের চেহারা দেখেছো, মজনু, নিজে ?
তাহলে বলতে – লায়লার মতো আমিও নেশায় মজেছি ।
মিলনের রাত পলকে পলকে ফুরায় এ পৃথিবীতে
বিরহের রাত ক্রমেই দীর্ঘ – দীর্ঘই হয় দেখেছি ।
তুমি নৌকার মাঝি কি আমাকে বাচাতে পারবে – ভাবো
ডুবে যে যাবেই বাচাবে কে তাকে ? ভরা গাঙে আমি ডুবেছি ।
যে-বাতি নিভেছে জ্বালাতে কি তাকে পারতো না এই প্রেম ?
প্রেম তুমি বলো, আমি তো কেবলি অপ্রেম তার দেখেছি ।
যদি চাও দয়া – ছিড়ে ফ্যালো জামা , তবে হও সন্নাসি
রাজবাড়িতেও নেই সে রত্ন যাকে আমি এত খুজেছি ।
  
    ---------০--------
Previous Post Next Post