মুসাফির
মোহাম্মদ রিদওয়ান আল হাসান
মোহাম্মদ রিদওয়ান আল হাসান
চোখ মুছে নাও,মুসাফির-
আরো অনেকটা পথ পাড়ি দেবো;
কান্নায় আরো ভিজে যাক শিশির;
জেগে উঠো-এখনই তো রথে উঠবো।
আরো অনেকটা পথ পাড়ি দেবো;
কান্নায় আরো ভিজে যাক শিশির;
জেগে উঠো-এখনই তো রথে উঠবো।
শির উঁচু কর,মুসাফির-
স্পষ্ট করে স্বপ্নটা বুনে নাও;
ভুল হোক না এই কবির-
পথটা দেখে সামনে এগিয়া যাও।
স্পষ্ট করে স্বপ্নটা বুনে নাও;
ভুল হোক না এই কবির-
পথটা দেখে সামনে এগিয়া যাও।
ধীর নয় দ্রুত-পা চালাও,মুসাফির-
হিয়ায় প্রোজ্জ্বলিত আলো ছড়িয়ে দাও,
জড়তা নয়;চলো গড়ি রঙ্গিন মহানীড়,
জ্যোতিময় সন্ধ্যের পথে পথে ভালোবাসা জুড়ে দাও।
হিয়ায় প্রোজ্জ্বলিত আলো ছড়িয়ে দাও,
জড়তা নয়;চলো গড়ি রঙ্গিন মহানীড়,
জ্যোতিময় সন্ধ্যের পথে পথে ভালোবাসা জুড়ে দাও।
হে মুসাফির,চলো অক্লান্ত ঐশ্বর্যের রেখা আঁকি-
হে মুসাফির;চলো নিরব কথামালার গল্প লিখি!
হে মুসাফির;চলো নিরব কথামালার গল্প লিখি!