মধ্যবিত্ত-মোহাম্মদ রিদওয়ান আল হাসান-Mohammad Ridwan Al Hasan

মধ্যবিত্ত
মোহাম্মদ রিদওয়ান আল হাসান




দেয়ালের মাঝে আটকে থাকা পেরেক,
তার মতো অভ্যন্তরস্থ জীবন,
 গতীয় সকল হিসেব আজ স্থির,
গহীনের হাহাকার রাখতে হবে গোপন।

সুখের গল্প আমার কাছে কাল্পনিক,
হাসিমুখে আমার সৌজন্যতা,
স্বপ্নে শুধু দুর্ভাবনার শিকল,
অন্তরাল ঢেকে বেছে নিয়েছে মৌনতা।

মধ্যবিত্তের মতো জীবন-
 পায় ক'জন?
খুঁজে দেখো আর ভাবো,
 যদি বুঝতে পারো মধ্যবিত্তের হৃদয় কথন।

কে জানে,পৃথ্বীর মহাকাল ধরে
  স্রোতের টানে নীলের তীরে
 মধ্যবিত্তের করুণ আলাপন-
  কেউ কি শোনবে?নাকি রইবে চির গোপন!

Previous Post Next Post