মোহাম্মদ রিদওয়ান আল হাসান
বিষম আলোর খেয়ালি কবিতায়-
উজ্জ্বল নক্ষত্রের পটভূমিতে নীহারিকা,
আর আকাশ গঙ্গার মতো ছায়াপথের ব্যস্ততায়
তরঙ্গ আর কণার অজানা বিবর আঁকা।
খোলসের মায়া ছুঁড়েছে আকাশ;
ভালোবেসেছে ধূমকেতুর গান-মহাগান,
গ্রহাণুর উপাদানের স্বচ্ছল অবকাশ-
তাই,উল্কার হৃদয়েও জেগেছে প্রাণ।
দহনে পুড়েছে আজন্ম কথামালা-
স্থির বামনের ঔজ্জ্বল্য ছড়িয়েছে সম্মুখে-
দানব-অতিদানব হয়েছে মেঘমালা-
তাই বলে রাখি
তুমি,লিখে রাখো এবেলা-
নক্ষত্রের মৃত্যুও লিখা আমার দু'চোখে