যুদ্ধাপরাধী দেশদ্রোহীদের পক্ষ নিয়ে আজ কথা বলছেন সজোরে!
রাজাকারদের জন্য আপনার ভালোবাসা উথলে উপচে পড়ছে?
ওদিকে যে শত আত্যাচারিত,ধর্ষিত প্রাণ বিষাদ-ব্যথায় কাঁদে অঝোরে-
রক্ত রঙের নির্বাক কত কথা অলক্ষ্যে ধসে-ভেঙে পড়ছে!
কাল-মহাকালের কাব্য-ইতিহাসে,
স্বাক্ষ্য আছে,হাহাকার আছে,আছে নিগূঢ় আর্তনাদ-
তবু স্বাধীনতার বিরোধীতা বারবার আসে,
স্বপ্নভঙের অস্ফুট নিয়তি,মিথ্যের অকুণ্ঠ আবাদ!