ধর্ম-মোহাম্মদ রিদওয়ান আল হাসান

জগতের সবচাইতে ক্ষুদ্রকণা কোয়ার্কের ধর্ম আছে।ধর্ম আছে রহস্যঘন গ্যালাক্সিগুলোর।নিজস্ব জীবনবিধান আছে মহাজগতের সবচাইতে ছোট পরজীবীর।নির্ধারিত মৌলিক জীবন-বৈশিষ্ট্য আছে বিশালাকৃতির নীল তিমির।ধর্ম আছে গ্যাস,বাষ্প,তুষার,উত্তাপ আর আবহাওয়ার।ধর্ম আছে নূপুরের ছন্দের-যা পায়ে আছে তোমার।ধর্ম আছে প্রতিটি প্রাণীর হৃদস্পন্দনের-নিয়ম লিখা প্রতিটি জীবনের অশ্রু-আশা,সুখ-দুঃখের।গোলাপের রঙে কিংবা পদ্মের ঘ্রাণেরও ধর্ম আছে।জন্ম-মৃত্যু,ঘটনা-দুর্ঘটনা সবকিছুরই জটিল ধর্ম আছে।ধর্ম আছে নৃত্যের,সুর-তাল-লয় আর সঙ্গীতের।ধর্ম আছে বিস্তৃত আবহমান ইতিহাস আর জাগতিক উল্লাসের।
তবে,মহাজগতের সবচাইতে বুদ্ধিমান প্রাণী মানুষের ধর্ম থাকবে না কেনো?
©মোহাম্মদ রিদওয়ান আল হাসান
Previous Post Next Post