সম্ভ্রম

 


মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন    


আজ তোমার ইচ্ছে হলেই

    করছো বাধাহীন,সম্ভ্রম লুন্ঠন


কাল তোমার অন্তীম প্রহরে 

প্রমোদিত মনকে পারলে,

      রেখো তো,স্বস্ফুরণ।

 

ধার দেনা করে যে পাপকে তুমি

 করেছো নিজের বোঝা,

একদিন তব ঠিকই তুমি 

বুঝিবে নিজের যোঝা।


সেদিন কিন্তু আর কোনো বলে

 নাহি কো পারিবে সিদ্ধিতে শেষরক্ষা,

সেদিন তোমার জীবনে নেমে আসিবে এক,

 পরাক্রান্ত বর্বর যবনিকা।  


Previous Post Next Post