কবি ইমতিয়াজ মাহমুদ



 আজ তোমার বিয়ে

আমার দাওয়াত ছিলো না

কী মনে করে তাও চলে এসেছি

যে ইদুঁরটার সাথে তোমার বিয়ে ঠিক

হয়েছে গতকাল আমি তাকে মুখে ধানের

ছড়া নিয়ে মেঠোপথে দৌড়ে যেতে দেখেছি,

তোমার বাবার পছন্দ; তোমার মায়ের অবশ্য

খরগোশ পাত্র পছন্দ ছিলো, কিন্তু আজকাল

ভালো খরগোশের এমন আকাল/ আর

এই সুযোগে—মুখ থেকে ধানের ছড়া

ফেলে ইদুঁরটা তোমার পাশে এসে

দাঁড়ায়; তোমার দৃষ্টি

অনুসরণ

করে একবার

আমার দিকে তাকায়,

আজ তোমার বিয়ে

আমার মানুষজন্ম ব্যর্থ হয়ে যায়!


অসার্থকতা

ইমতিয়াজ মাহমুদ 


আজকের এই ক্রান্তিলগ্নে মানুষ বই পড়ে না, সাহিত্যে পড়তে চায় না (বোঝা এবং চর্চা তো পরের হিসেব)। প্রযুক্তির কল্যাণে সাহিত্যিকের সংখ্যাও পাঠকের ব্যস্তানুপাতিক হারে বেড়ে চলেছে। চারিদিকে কেমন যেন ঘিঞ্জি, ভিড়, অসুস্থতা। সবকিছুর মাঝে অস্বাভাবিক বৈপরীত্য! পাঠক নাই তবে লেখকের অভাব নাই, বোধ নাই তবে যেন লেখার অভাব নাই। মিথ্যার অবারিত প্রকাশ, নির্বোধদের অবাধ বিচরণ আমাদের সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক জীবনকে বিষিয়ে তুলেছে। দ্বান্দ্বিক বাস্তবতার মহাকাল আর পরম প্রবোধের একটা আকাল যেন সবদিকে! যার ফলে জীবনবোধ, মানবজীবনের জটিল রহস্যময় দিক, সত্য আর প্রাণের অস্তিত্ব রয়েছে এমন লেখা নতুন করে কমই আসছে বলেই আমার মনে হয়। 


এই অনটন আর সংকটের সময়ে আপনার লেখা আমাকে প্রশান্তি দেয়, চিত্ত আর বোধের স্থিরতা জোগায়। 

শুভ জন্মদিন, প্রিয় কবি। আরও অনেকদিন ধরে আমাদের বোধে যুক্ত হতে থাকুক আপনার সৃষ্টিকর্ম।


-মো. রিদওয়ান আল হাসান

সাহিত্যনামার পক্ষ থেকে কবি ইমতিয়াজ মাহমুদকে জন্মদিনের শুভেচ্ছা। 

Previous Post Next Post