প্রেমিকের কোন পরিচয়ে নাগরিক যন্ত্রণা ভোলায় মধ্যাহ্নের কাক,
হর্ন,কোলাহল আর শহরের কান্না মাথার ভেতরে বাজতে থাকা মুক্তির ডামাডোল,
নি:শব্দে ডেকে যায় নিরবতা,
এ নি:শব্দ ডাক সুরে পরিণত হবার আগে,
কিছু ভাবনা বর্ণে রুপান্তর হবার আগেই,
কিছু অনুভূতি শক্তি বিনিময় করার আগেই,
দুচোখ জুড়ে নেমে আসে সভ্যতার মৃত্যু।
ঘুমশিশুর আগমনে মৃতদের উল্লাস,
বেজে ওঠে বিচ্ছেদের সাইরেন,
বাস্তবতার এক অসম্পৃক্ত মিশ্রণে কেউ কেউ সত্য প্রেমপত্র হাতে দাঁড়ায় জনসমুদ্রের তীরে,
ডাকে সেই কাকের সুরে,
সেই কালো কাক,শহরের সমুদ্রে যার নিষ্প্রভ বিচরণ,
প্রেমের আহ্বানে শুনতে পায় মৃত্যুর গান।
মৃত্যুর দূত এসে ফিরে ফিরে চায়,ভালোবাসা
সভ্যতার কান্না ও সৃষ্টিছাড়া হৃদয় তাকে কবির বুকে আবদ্ধ করে,
সময়ের ফসল হিসেবে,কিছু হাইব্রিড আবেগ এই মৃত শহরের দ্বায়িত্ব নেয়,
সৃষ্টির নিয়ম "ভালোবাসা" উপেক্ষা করে,
পুনরায় মৃত্যুকে ভালোবাসে সেই মধ্যাহ্নের কাক,
অত:পর মৃত্যুরাও মুক্তি চায়,
কবির বুকে আবদ্ধ থাকার যন্ত্রণায়।