মুজিব
ড. মুহাম্মদ সামাদ
মুজিব আমার স্বপ্ন-সাহস
মুজিব আমার পিতা
মুজিব আমার শৌর্যে-বীর্যে
নন্দিত সংহিতা।
মুজিব আমার শিরায় শিরায়
রক্তে রক্তে প্রেম
মুজিব আমার ভালোবাসার
সূর্য-সবুজ হেম
মুজিব আমার স্বাধীনতার
অমর কাব্যের কবি
মুজিব আমার হৃদয়পটে
চিরসবুজ ছবি
মুজিব আমার পরশপাথর
পবিত্র নিষ্পাপ
মুজিব আমার বাংলা জুড়ে
একটি লাল গোলাপ।
শুভ জন্মদিন, জাতির পিতা।