অনলাইন ভিত্তিক সাহিত্য পত্রিকা এবং সাহিত্য চর্চার মাধ্যম 'সাহিত্যনামা'র প্রথম মুদ্রিত সংখ্যা প্রকাশিত হয়েছে। ১২ পাতার এই সংখায় ৯ জন লেখকের মোট ১০ টি লেখা স্থান পেয়েছে। লেখকগণ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের বর্তমান বা সাবেক শিক্ষার্থী। ওমর নাসিমির সম্পাদনা এবং আব্দুল্লাহ আল মামুনের প্রকাশনায় প্রকাশিত হয়েছে সংখ্যাটি। সহযোগী সম্পাদক হিসেবে রয়েছেন মো. রিদওয়ান আল হাসান। উপদেষ্টা হিসেবে আছেন সাহিত্যানুরাগী, স্বেচ্ছাসেবী এবং সরকারি ব্যাংক কর্মকর্তা এম. আর সুমন। সমন্বয়ক হিসেবে ছিলেন মেরাজুল হাসান স্বরণ।