এই দীপ্তি এসেছে সাধারণ বুকে
এই
বুকে খুন-সমুদ্র তাদের বন্দুকে,
সূর্যসারথি
নিয়ে আসে রাঙা কিশলয়,
মৃতেরা
চিরতরুণ,
সে
দীপ্তি জমায় প্রলয় বলয়।
এই
সাহসের জমিতে প্রতিটি বুলেট যেন বীজ,
বৃক্ষের
নাম "স্বাধীনতা"
হৃদয়ভূমির
প্রতিটি স্পন্দন বিপ্লবের ডামাডোল,
যার
প্রতিটি প্রাণ মুক্তির দেবতা।
দ্বান্দিক
হাকিমের ভুলে,
দন্ডিত
বিবেক হারায় হিদায়াত,
আদালত
হারায় ফুরকানিয়াত,
বেঁচে
থাকার বিচারপত্রে লিখা হয়,
"শহীদের
খুনের চেয়ে জ্ঞানীর কলমের কালি শ্রেয়"
হে
প্রিয়,
মহাঅজ্ঞ
বিচারপতি জানেন না,
বিপ্লবের
ইতিহাস আগে তৈরি হয় শহীদের খুনে
কালিতে
লিখা হয় পরে,
অধিকার
আর স্বাধীনতা ফলে রাজপথে,
তোষামুদি
সাজঘরে।