সেই কথাটি
মেহেদি হাসান শিমুল
এক কথা ছিল শুধু তোমার জন্য, শুধুই তোমার জন্য সেই কথাটি ভীষণ গোপন, ভয়ংকর আবেগে ভরপুর অসম্ভব স্নেহে আর গভীর মমতার মিশেলে আমার হৃদয়ের গহীন কোণে আজন্ম লালিত। সেই কথাটি তোমাকে বলবো বলে, আমি জেগে আছি এক কোটি রাত স্বপ্ন দেখেছি সাত সহস্রাব্দ ধরে। তেরশত বছর হয়, আমি খোজ রাখিনি..
দিন কেটেছে আমার কোন আলো আধারে।
আমি কেবল খুঁজেছি তোমায়... খুঁজেছি ভিসুভিয়াস হতে কিলিমানজারোতে খুঁজেছি নিউ ইয়র্ক হতে প্যারিসে খুঁজেছি তোমায় গয়া, কাশি, মথুরা, বৃন্দাবনে খুঁজেছি তোমায় মক্কা, মদিনা, জেরুজালেমে। জানো? আমি কোথাও পাইনি তোমায়।
অবশেষে ক্লান্ত বেশে যখন ফিরছি নীড়ে
তখন আমি পেলাম তোমায়,
চির শ্যামল বাংলার তেপান্তরের মাঠে;
শুনেছি তোমার নাকি সোনালী ধানের সাথে হয়েছে
গভীর মিতালী??
যে কথাটি বলতে আজ এখানে এসেছি সেই কথাটি বলতে চেয়েছিলাম দুই মিলিয়ন বছর আগে, বলতে পারিনি;
সেই কথাটি বলতে চেয়েছিলাম যীশু জন্মেরও আগে,
বলতে পারিনি;
আগের জন্মেও বলতে চেয়েছিলাম সেই কথাটি, বলতে পারিনি;
সাত কোটি বছর ধরে প্রহর গুনছি, সেই কথাটি
বলবো বলে,
হয়তোবা তবুও বলা হবেনা জন্মান্তরে
আবার দেখা হলে।
সাড়ে চারশত কোটি বছর ধরে,
আমি তোমায় লালন করেছি হৃদয় মন্দিরে
তোমার যে ছবি আঁকতে পারেননি সালভাদর ডালি,
আঁকতে পারেননি লিওনার্দো দ্যা ভিঞ্চি
পরম মমতায় হৃদয়ের গহীন কোণে সেই
ছবিটি এঁকেছি আমি;
লাগেনি কোন রং তুলি, তবুও বলতে পারিনি।
আজ কি শুনবে তুমি? শুনবে সেই কথাটি?
সেই কথাটি যদি শুনতে চাও
শ্রাবণ দিনে আসতেই হবে তোমাকে নদীর কূলে
সেই কথাটি যদি শুনতে চাও
চৈত্রের খর রৌদ্রে তোমাকে আসতেই হবে
আমার মনোরাজ্যের উদ্যানে
যেখানে প্রশান্তির ছায়া আছে,
কোকিলের সব গান মিশে গেছে শিমুল
কৃষ্ণচূড়ার রঙে।
সেই কথাটি, যদি শুনতে চাও
তোমাকে থাকতেই হবে আমার পাশে
সিডর, আইলা, নার্গিস, বুলবুলে।
সেই কথাটি যদি শুনতে চাও
আমার সাথে একই পথে হাটতেই হবে, জন্ম হতে
জন্মান্তরে।
সেই কথাটি যদি শুনতে চাও
কাছে আস তবে, বলছি কানে কানে
ভালোবাসি,,, ভালোবাসাবাসি তোমাকে।
লেখক,
শিক্ষার্থী, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যায়।