নির্ঘুম রাতের তারা

নির্ঘুম রাতের তারা

সাকিবুল ইসলাম সিফাত

কোনো এক নির্ঘুম রাতে

চেয়ে দেখো আকাশের তারাটিকে;

আমি সেখান থেকে

চেয়ে আছি, চোখে চোখ রেখে।


ওই ব্যস্ত নগরীর

গলির ভাঁজে, থমথম অন্ধকার;

আমি হাত বাড়িয়ে

ছুঁয়ে দেখি, ওই হাত তোমার।


তোমার ওই হেঁটে চলা পথে

পা ফেলে ফেলে হাঁটছি আমি পেছনে;

তোমার ঐ কাধে

আমার নিঃশ্বাস, পড়ে সঙ্গোপনে।


মনের গভীরে

হারিয়ে যাওয়া, শপথ স্মৃতিগুলোর;

আমি আছি পাশে চিরজীবন

থাকব আমি অনড়।


লেখক,

শিক্ষার্থী, গণিত বিভাগ, আনন্দমোহন কলেজ।

Previous Post Next Post