দিল্লী জামে মসজিদ থেকে প্রকাশিত The Peshwa পত্রিকার 'পয়গম্বর' সংখ্যার জন্য ১৯৩৬ সালের ২৭ ফেব্রুয়ারী শান্তিনিকেতন থেকে কবিগুরু একটা বাণী পাঠিয়েছিলেন। সেখানে তিনি লেখেনঃ
'যিনি বিশ্বের মহত্তমদের অন্যতম, সেই পবিত্র পয়গম্বর হজরত মহম্মদের উদ্দেশে আমি আমার অন্তরের গভীর শ্রদ্ধা নিবেদন করি।
মানুষের ইতিহাসে এক নতুন,
সম্ভাবনাময় জীবনীশক্তির সঞ্চার করেছিলেন পয়গম্বর হজরত, এনেছিলেন নিখাদ, শুদ্ধ ধর্মাচরণের
আদর্শ।
সর্বান্তঃকরণে প্রার্থনা
করি, পবিত্র পয়গম্বরের প্রদর্শিত পথ যাঁরা অনুসরণ করছেন, আধুনিক ভারতবর্ষের সুসভ্য
ইতিহাস রচনা করে তাঁরা যেন জীবন সম্পর্কে তাঁদের গভীর আস্থা এবং পয়গম্বরের প্রদত্ত
শিক্ষাকে যথাযথ মর্যাদা দেন।
তাঁরা যেন এমনভাবে ইতিহাসকে
গড়ে তোলেন যাতে আমাদের জাতীয় জীবনে শান্তি ও পারস্পরিক শুভেচ্ছার বাতাবরণটি অটুট থেকে
যায়।'
রবীন্দ্রনাথ ঠাকুর
শান্তিনিকেতন, ২৭ ফেব্রুয়ারি
১৯৩৬