প্রশ্ন
সোমাইয়া জান্নাত ঐশী
আমার শাড়িগুলো ওকে দিয়ে দিয়েছ,
না?
জানো, আমার না হিংসে হওয়ার
বিষয়, কিন্তু,
এখন তো আর আমি হিংসে করতে
পারি না।
তুমি এখন আর শাড়িতে আমার
গন্ধ খোঁজো না, তাই না?
কিন্তু, আমার মনে হয়, আমি
এখনও তোমার দেহের গন্ধ পাচ্ছি।
তবে, এখন আর তেমন অনুভব করতে
পারি না।
আচ্ছা, আমাদের মেয়েটা কেমন আছে গো?
মেয়েটাকে নিয়ে একসাথে খেতে
বসো তো তোমরা?
আমার না এসব জানতে খুব ইচ্ছে করে,
কিন্তু, জানার শক্তি তো আর
নাই।
মৃত মানুষ কোনো কথা বলতে
পারে না,
চলাফেরা করতে পারে না, সে
তার সব অধিকার কেন হারিয়ে ফেলে?
তুমি কি জানো?
মৃত মানুষ কাঁদতেও পারে না।
তীব্র যন্ত্রণা নিয়ে শুধু
ঘুরে বেড়ায়।
লেখিকা,
শিক্ষার্থী, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
Tags:
বাংলা কবিতা