তারাময়ী রাত্রি
সোমাইয়া জান্নাত ঐশী
একটা নিলক্ষা আকাশ তারায়
ভরা,
চারপাশ জোৎস্ন্যায় ঘেরা,
জোনাকি দেয় যে আলো সারাবেলা,
মিটিমিটি আলোতে তারা করে
খেলা।
অদূরে বাঁশঝাড় দাঁড়িয়ে যে
থাকে,
কোন যেন এক পাখি বারবার ডাকে,
তারি পাশে আছে যে বৃষ্টি
গাছ আর বাইট,
বাঁশের ফাঁকে হঠাৎ জ্বলে ওঠে হেডলাইট।
নিস্তব্ধ চারিপাশে মনোহর
পরিবেশে,
মনের অজান্তেই কী যে ছবি ভেসে ওঠে!
হঠাৎ তখন তারারা হয় নিরুদ্দেশ
যাত্রী-
আনমনেই বলে ফেলি তুমি এক অপরূপ-
তারাময়ী রাত্রি।
লেখিকা,
শিক্ষার্থী, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগ,
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
Tags:
বাংলা কবিতা