জীবনের মানে কী- এম. আর. সুমন



জীবনের মানে কী

এম. আর. সুমন


জীবনের মানে কী শুধুই বেঁচে থাকা!

মাঝে মাঝে অনেক লিখতে ইচ্ছে করে, ইচ্ছে করে জীবনের ভিতর থেকে জীবনের কথা লিখি

জীবনের সবকিছুই মিথ্যে, সবই ছলনা

চিৎকার করে পৃথিবীকে বলতে ইচ্ছে করে-

জীবনের মানে কেবলই বেঁচে থাকা!

বেঁচে থাকার জন্যেই-

মানুষের নাম হয়- পুলিশ, চোর, এমপি-মন্ত্রী, পাশের বাড়ির ব্যাংকার, রহিমার বাপ রিকসাচালক!


জীবনের মানে কী শুধুই বেঁচে থাকা?

টাকার কাছে ব্যক্তিত্ব নেই,

সম্মান নেই, দ্বিধা নেই হাত পেতে নিতে ভিক্ষা।


জীবনের মানে যদি শুধুই হয় বেঁচে থাকা,

তবে বেঁচে থাকতে জীবনের মূল্য কত টাকা?

মানুষ কেন গড়ে টাকার পাহাড়,

কেনই বা নিজেকে ত্যাগ করে ছুটে চলে টাকার পিছে?

মিছে হায় মৃত্যুতেই জীবনের শেষ

তবুও জীবনের মানে শুধুই বেঁচে থাকা!

জীবনের মানে কী?

জীবনের কী শুধুই বেঁচে থাকা?

Previous Post Next Post