বিষাদের দিন
ফারহান খান
আজ কি কেবল বিষাদের দিন?
এই বিষাদ থাকবে না,
হয়তো কোনো এক রাতে নূরের
ঝলক এসে পড়বে
আমার মাটিতে।
আমি হয়তো সেদিন কোনো এক নদীর
জলে-
কিংবা দফের সেই উচ্চ তালে
ভেসে বেড়াব।
এই আকর্ষণ তোমাদেরকে আমার
কাছে টেনে আনবে,
আর আমি কেবল প্রসারিত হব,
আর চাইব দূর থেকে-
তোমরা ভালো থেকো।
তোমরা ভালো থেকো এই শান্তিপ্রিয়
দল নিয়ে,
শান্তির সেই শহর নিয়ে আর
ক্ষনিকের সুখ নিয়ে।
তোমরা ভালো থেকো পাগলদের
ভবঘুরে বলে।
আমি তো চিরায়ত বিষন্নতায়
মগ্ন এক ছাই,
কেবল খোদার চিরকালের দেখা
চাই।
Tags:
বাংলা কবিতা