মৃত্যুর কথা


মৃত্যুর কথা 

নীরেন্দ্রনাথ চক্রবর্তী 


মৃত্যুর কথা কি ইদানীং আমি 

বড্ড বেশি ভাবছিলুম? 

আর সেইজন্যই কি মৃত্যু আমার

হাসপাতালের খোলা জানালার 

পাল্লায় বসে

অমন বীভৎস গলায় হঠাৎ 

চেঁচিয়ে উঠল? 


অগত্যা আমাকে হাততালি দিয়ে 

বলতেই হল --হু-শ

তার কারণ যাই ভাবি না কেন 

আরও কয়েকটা বছর

এই পৃথিবীর 

ভালোবাসার চাঁছি না খেয়ে আমার 

শান্তি নেই। 

ঠিক এক্ষুনি আমি মরব না। 


জানালার পাল্লা থেকে 

শূন্যে ঝাঁপ দিয়ে

বাতাসে তার কালো বিশাল ডানা ছড়িয়ে 

মৃত্যু এখন ফিরে যাচ্ছে। 


(এক্ষুনি নয়:জঙ্গলে এক উন্মাদিনী)


ছবি সৌজন্যে :-চন্দন নাথ

Previous Post Next Post