ইমতিয়াজ মাহমুদের 'অমরতা'


অমরতা

ইমতিয়াজ মাহমুদ 

মরতে আমার খালি দেরি হয়ে যায়!

আকাশের কিমাকার মেঘদল দেখে

আমি একা মরে মরে বেঁচে থাকি রোজ

আর বেঁচে যেতে গিয়ে পুনরায় ভাবি,

পরদিন পেতে পারি মরণের খোঁজ।

পৃথিবীতে আমি মরে যেতে পারতাম

কোন সাপের কামড়ে, হঠাৎ বিমারে,

পথে হেঁটে যেতে যেতে বাসের তলায়!

আমার কাফন তবু চুরি হয়ে যায়

আমার গায়ের জামা ছোট হয়ে যায়।

পৃথিবীতে আমি মরে যেতে পারতাম

হাসতে হাসতে একা মাথা ঘুরে পড়ে,

ধারালো ছুরিতে আর কফির চুমুকে!

কফির বদলে লোকে বিষ খেতে দেয়

আমি এক চুমুকে তা খেয়ে উঠে ভাবি,

এবার আমারে আর যাবে না বাঁচানো

আকাশের মেঘদল উড়ে গেলে দেখি

বিষের গেলাসে আবে হায়াত মেশানো!

Previous Post Next Post