শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে ডা. জুবাইদার কবিতা


তুমি গণতন্ত্রের প্রতীক

জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি

অসাধারণ সাহসী মূর্তি

তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী

দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন

তুমি সূর্যরশ্মি, চাঁদের আলোর মতো;


তাই আজ বহুদূরে থেকেও আমরা তোমার আলোয় আলোকিত 

তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী

তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী

তুমিই স্বাধীনতা।

ডা. জুবাইদা রহমান

Previous Post Next Post