মহাকালের আদিম সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তোমার তাড়িত হৃদয়,
বসন্তের উষ্ণতার আশায় পেয়েছে যে তীব্র শীতলতা,
কোকিলের নির্দয় প্রার্থনা কাকের স্বভাবসুলভ বৈশিষ্ট্য
আমার হৃদয়ে জোগায় সম্মোহনী স্বকীয়তা।


আমার অনুগ্রহের দৃষ্টি,
তোমার বোকা হৃদয়ে জোগায় দূষিত তৃপ্তির খোরাক,
সৃষ্টিছাড়া এক বিষ্ময়,
তোমাদের হৃদয়,
শহরের প্রতিটি পথে ফলায় অধিকারের পাপ শস্য
এই প্রেমকৃষক হাতে দুর্ভাগ্যের দলিল নিয়ে
প্রতিটি পথে তার গন্তব্য অর্ধেক, নির্বাক।

এই ছায়া পৃথিবীর শহরে আমিও হেঁটেছিলাম
নীল দিগন্তের পানে,
হৃদয় শস্যের খোঁজে,
অর্থহীন বিলবোর্ড কিংবা সিগন্যাল,
নিয়ে যায় শুধু অপরিচিত বিস্মৃতির সমুদ্রে,
বাসের জানালায় আমার ক্লান্ত দৃষ্টি জুড়ে শুধু তোমার বিভ্রম,
সব পথ হেঁটে আমায় নির্ধারিত অভিনয় করতেই হয় বাস্তবতার সাজে।