এম. আর. সুমনের প্রথম গল্পগ্রন্থ ‘অন্তর্দাহ’


অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে এম. আর. সুমনের প্রথম গল্পগ্রন্থ ‘অন্তর্দাহ’। হরিৎপত্র প্রকাশনী থেকে প্রকাশিত বইটি পাওয়া যাচ্ছে মেলার ৪৫৭-৪৫৮ স্টলে। 

৮ টি গল্পের সংকলনের এই বইটিতে প্রতিফলিত হয়েছে আধুনিক জীবনের জটিলতা, জীবনবোধ, জীবনের অন্ধকার দিক আর সম্ভাবনার গল্প। বইটির প্রচ্ছদ করেছেন আল নোমান। এটি লেখকের দ্বিতীয় একক গ্রন্থ। এর আগে ২০২০ সালে তাঁর প্রথম উপন্যাস ' একদিনের প্রেম' প্রকাশিত হয় 'দাঁড়িকমা প্রকাশনী' থেকে।

এম. আর. সুমন দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত। নিয়মিত লেখালেখি করেন বিভিন্ন পত্রিকা, সাহিত্যপাতা এবং ওয়েবসাইটে। ছাত্র-জনতা অভ্যুত্থান কেন্দ্রিক 'রক্তাক্ত ৩৬ জুলাই ২০২৪' যৌথ কাব্যগ্রন্থটি তিনিই সম্পাদনা করেছেন। 

এম. আর. সুমন  স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। বর্তমানে তিনি জনতা ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, সাহিত্য কেন্দ্রিক সংঘের সাথে যুক্ত থাকার পাশাপাশি সাহিত্যনামার উপদেষ্টা হিসেবেও যুক্ত আছেন তিনি। তাঁর মতে, কল্পনা বলতে কিছু নেই, বাস্তবতা থেকেই কল্পনার সৃষ্টি। তিনি লেখেন জীবন থেকে, বাস্তবতা থেকে।

Previous Post Next Post