KARMA


KARMA 

ফাইয়াজ মুহম্মদ কৌশিক


এই শব্দটা আমরা প্রায়ই বলে থাকি। সাধারণত অতীতে কোনো কর্মের ফল ভবিষ্যতে ভোগ করাকে 'karma' বলা হয়। অনেকদিন ধরে এটা নিয়ে লেখার ইচ্ছা ছিল। আজ কিছুটা লেখার চেষ্টা করছি।


karma শব্দটি এসেছে সংস্কৃত থেকে। এটা মূলত হিন্দু, বৌদ্ধ, জৈন এবং শিখ ধর্মের ধারণা। ইসলামেও এ সম্পর্কে ভিন্ন প্রেক্ষাপটে বলা আছে।


মূলত karma আসে তিনভাবে। তিনটা সিস্টেমের সমন্বয়ে। প্রথমটাকে বলা হয় cause and effect। দ্বিতীয়টা পুনর্জন্ম বা Reincarnation। আর ফাইনালি Moral Aspect।

এখন আমি সিরিয়ালি তিনটাকে জোড়া লাগাই। 

প্রথমটা হলো cause and effect। এর মানে হচ্ছে কোনো একটা কিছু করলে এর ফল নিশ্চিত। ভালো-মন্দ পরে। অতীতের ঘটনার প্রভাব পড়বেই।

দ্বিতীয় হলো reincarnation বা circle of birth অর্থাৎ পূর্বজন্মের ইফেক্ট পরের জন্মে। ইসলামে পুনর্জন্ম নেই। তবে আখিরাত আছে। এই আখিরাতকেই পরজন্ম ধরলাম।

এবার ফাইনালি moral aspect। অর্থাৎ অতীতে ভালো করলে ফলাফল ভালো, নাহলে খারাপ।

এবার চলুন উদাহরণ দিই, Samuel Taylor Coleridge এর একটা কবিতা আছে- The rhyme of an ancient mariner নামে।

এ কবিতায় একজন নাবিকের কথা বলা হয়। যেখানে নাবিক একটা সমুদ্রে আটকা পড়েন। সমুদ্রের মাঝখানে, যেখানে বাতাস নেই, পানি শেষ। উনি তৃষ্ণায় কাতর। কিন্তু এমন তো হওয়ার কথা না। পরে দেখা যায় যাত্রাপথে শুরুতে উনি বিনা কারণে আলবাট্রস নামে একটি পাখি হত্যা করেছিলেন। এর কারণে অভিশাপে তার এমন পরিণতি হয়।

সত্যিই কি karma বলতে কিছু আছে!

চলুন আপানার সাথে একটা গেম খেলি। আপনাকে দুইটা অপশন দেই। আপনাকে ১০০ কোটি টাকা দেওয়া হবে সেটা নিবেন নাকি আপনাকে একটা সুযোগ দেয়া হবে যাতে আপনার অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে যায়।

আপনি কোনটা নিবেন? বেশির ভাগ মানুষই চুজ করে দ্বিতীয়টা। মানে সব পাপ ক্ষমা হয়ে যাওয়া। এর কারণ কী? 

আমরা সবাই জানি যে আমরা ভালো হলেও তলে তলে আমরা আসলে কি! যদি karma নাইই থাকত তাহলে ভয় পেতাম কীসের?

আচ্ছা, অপরাধীরা অপরাধের পর ধরা কেন পড়ে এ প্রশ্ন মনে এসেছে কি? ইংরেজিতে একটা প্রবাদ আছে- There is nothing but a perfect crime। মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এর মতে, অপরাধীরা অপরাধ করার পর ধরা না পড়লে তাদের আত্মবিশ্বাস বেড়ে যায়। এরপর তারা কোনো একটা ভুল করে। এই ভুলই তাদের শাস্তি এনে দেয়। কোন অপরাধই পার্ফেক্ট থাকে না। একটা না একটা ভুল থাকে।

আমরা অনেকে 'revenge of the nature' টার্মটা ব্যবহার করি। ধরুন কেউ আপনার কোনো ক্ষতি করল, আপনি তার কোনো রিভেঞ্জ নিলেন না বা নেয়ার ক্ষমতা আপনার নাই। মজার ব্যাপার হলো প্রকৃতি আপনার হয়ে একটা রিভেঞ্জ নিবে। আপনাকে যে যন্ত্রণা ভোগ করতে হয়েছে তার সমান বা বেশিও অন্যায়কারীকে ভোগ করতে হবে। আজ বা কাল। এটা হবেই। এটাই রিভেঞ্জ অব দ্য নেচার।

পৃথিবীর ইতিহাসের দিকে তাকাই, নমরুদ থেকে ফেরাউন, সবারই পতন হয়েছে। বাংলায় অন্যায়ভাবে বৌদ্ধদের তাড়িয়ে শাসন করতে আসা সেন রাজাদের পালাতে হয়েছে তুর্কি মুসলিমদের কাছে। আবার কিছু মুসলিমের দুঃশাসনের জন্য তা চলে গেছে ইংরেজদের কাছে। পুনরায় ইংরেজদেরও পালাতে হয়েছে।

এটাই হলো karma। তবে মুদ্রার উল্টোপিঠও কিন্তু আছে। অনেকে karma কে স্বীকার করতে চায় না। তাদের মতে, karma র অপেক্ষা করা হলো প্রকৃতির উপর ছেড়ে দেয়া। যা দুর্বল চিত্তের উদাহরণ।

কিন্তু আমি মনে করি karma প্রতিষ্ঠিত। আজ যা করবেন, তার ফল আসবেই। নিশ্চয়ই আসবে। আল্লাহ তায়ালা আল কুরআনে সূরা আন নাজমে বলেন,

"এটা শুধু তারই হবে, যে নিজের কাজের জন্য দায়ী হবে।"

অতএব, karma continues...


লেখক,

শিক্ষার্থী, পুরকৌশল বিভাগ,

চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Previous Post Next Post