সাহিত্যনামা সম্পর্কে বিস্তারিত (শর্তাবলি এবং নিয়মাবলিসহ) Details about Sahityonama (Along with Terms and Conditions)

সাহিত্য জীবনের দর্পন। বিজ্ঞান,দর্শন,সাহিত্য, শিল্পকলা মানবজীবনের এই সকল দিকই সভ্যতা এবং জ্ঞানের ক্রমবিকাশে সমান গুরুত্বপূর্ণ। সাহিত্য ছাড়া জীবনের নান্দনিকতা, চিন্তাশীলতা বিকাশ এবং নৈতিক উন্নতি অসম্ভব। যে ভাষারই হোক না কেনো সাহিত্যের একটি সার্বজনীন দিক রয়েছে। সাহিত্য কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠী কিংবা ধর্মের মানুষের জন্যে নয়, সাহিত্য সমগ্র বিশ্বের। সমগ্র মানুষের। জাগতিক উন্নতির পাশাপাশি নৈতিকতা এবং জীবনবোধের জাগরণ ঘটাতে সাহিত্যের যে প্রয়োজনীয়তা তা অস্বীকার করবার কোনো উপায় নেই। রুমী, হাফিজ, শেক্সপিয়ার, টলস্টয়, রবীন্দ্রনাথ, মধুসূদন, নজরুল, জীবনানন্দ, ইকবাল, সুকান্ত প্রত্যেকেই যেন মহাজাগতিক একেকটি উজ্জ্বল তারকা। সেসকল তারকার ঔজ্বল্য আজ যারা ধারণ করছেন তাদের জন্য একটি মুক্ত মাধ্যম হিসেবে কাজ করাই 'সাহিত্যনামা'র লক্ষ্য। অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমেই একটি সাহিত্য পত্রিকা এবং ম্যাগাজিন হিসেবে কাজ করে যাবে সাহিত্যনামা।


সাহিত্যনামার পরিচালনা পর্ষদ

সাহিত্যনামার পরিচালনা পর্ষদ___

• প্রকাশক এবং নিয়মিত লেখক (Publisher and Writer): আব্দুল্লাহ আল মামুন

(শিক্ষার্থী, আইন বিভাগ, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়)


• সম্পাদকঃ ওমর নাসিমি

•সহযোগী সম্পাদক এবং নিয়মিত লেখকঃ মো. রিদওয়ান আল হাসান

(শিক্ষার্থী, গগণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) 



শর্তাবলি এবং নিয়মাবলি 


সাহিত্যনামা সকলের জন্য উন্মুক্ত একটি প্লাটফর্ম। ধর্ম,বর্ণ,বয়স নির্বিশেষে সকলের পাঠানো লেখা যথাযথভাবে পর্যালোচনা করে প্রকাশ করা হয়। রাষ্ট্র কিংবা সমাজ বিরোধী, অশ্লীল বা কুরুচিপূর্ণ এবং দেশের আইনের পরিপন্থি কোনো কনটেন্ট বা লেখা সাহিত্যেনামায় প্রকাশ করা হয় না। এরপরও সাহিত্যনামায় প্রকাশিত কোনো লেখা দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হলে তার দায় সম্পূর্ণ লেখকের, সাহিত্যনামার নয়। সাহিত্যের মধ্যে রূপক খুবই গুরুত্বপূর্ণ, তাই, রূপক তুলনাকে আক্ষরিক অর্থে না নিয়ে বিষয়াবলি ভালোভাবে উপলব্ধি করার অনুরোধ রইলো সকল প্রতি।